হ্যালো বন্ধুরা আসা করি মহান আল্লাহর তালার রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো বন্ধুরা ওয়েব সাইটের কপিরাইট এটা হয়তো অনেকের কাছে নতুন মনে হচ্ছে।
কারণ আপনারা এতদিন জেনে এসেছেন ইউটিউব চ্যানেল এর কপিরাইট স্টাইক আসে এবং তিন মাসের মধ্যে পর পর তিনটি স্টাইক আসলে ইউটিউব চ্যানেল রিমুভ করে দেয়। তবে ওয়েব সাইটে ও কপিরাইট আসে। ওয়েব সাইটে কপিরাইট আসলে গুগল থেকে রিমুভ করে দেয়। আজকের পোস্টে বুঝানোর চেষ্টা করব। ওয়েব সাইটে কপিরাইট আসলে কি করে বুঝবেন।
ওয়েব সাইটে কি জন্য কপিরাইট আসতে পারে। কপিরাইট থেকে বাচার জন্য কি কি করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো ওয়েব সাইটে কতগুলো কপিরাইট আসলে গুগল থেকে সাইট টি রিমুভ করে দিবে। আপনি যদি ওয়েব সাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে আজকের পোস্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট টি শেষ পযন্ত পরতে থাকুন।
চলুন পোস্ট টি শুরু করা যাক। তো কপিরাইট এর কথা বলছি আবার অনেকে মনে করতে পারেন ওয়েব সাইট ব্লগার থেকে নাকি ওয়ার্ডপ্রেস থেকে হতে হবে। দেখুন সাধারণত দুটি মাধ্যমে ওয়েব সাইট তৈরি করা হয়।
১। ব্লগার
২। ওয়ার্ডপ্রেস
যে কোন একটি মাধ্যম থেকে ওয়েব সাইট তৈরি করলেই হলো। তো চলুন দেখি আসি একটি ওয়েব সাইটে কপিরাইট আসলে কি করে বুঝবেন। তো ওয়েব সাইটে কপিরাইট আসলে আপনি একটি ই-মেইল পেয়ে যাবেন। ব্লগার নোটিফিকেশন টাইটেলে, সাপোর্ট @ ব্লগার ডটকম থেকে মেইল টি করা হবে।
এই ই-মেইল এ কোন পোস্টে কপিরাইট এসেছে সেটা দেখতে পাবেন। এছাড়াও আপনার ব্লগার এ নোটিফিকেশন পাবেন। এখানে আপনি দেখতে পাবেন কত তারিখে আপনার ওয়েব সাইটে কপিরাইট টি এসেছে। যে পোস্ট এর কারণে আপনার কপিরাইট আসবে সেই পোস্ট অলরেডি গুগল থেকে রিমুভ করে দিবে।
এবং আপনি চাইলে সেই পোস্ট টি এডিট করে আবার পাবলিশ করতে পারেন। এখন মনে করতে পারেন কি আর এডিট করব, আপনি আপনার পোস্টে হয়তো কপি পেস্ট করেছেন সেগুলো রিমুভ করে দিবেন। অনেকে সরাসরি সেই পোস্ট টি ডিলিট করে দেয়।
পোস্ট ডিলিট করার আগে যদি সেই পোস্ট অ্যাডসেন্স আপ্প্রভ থেকে থাকে তাহলে আপনি সেই পোস্ট এ জত গুলো অ্যাড কোড বসিয়েছেন প্রত্যেকটা অ্যাড কোড আপনি কেটে দিবে, কেটে দেওয়ার পর, তারপর আপনি পোস্ট টি ডিলিট করবেন এবং গুগল সার্চ কন্সল থেকে লিংকটি রিমুভ করে দিবেন তাহলে কি হবে,
পোস্ট টি টোটালি গুগলেই থাকবেনা। সবাই কে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।
